শ্রীকান্ত; শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অনবদ্য উপন্যাস এবং খুবই জনপ্রিয় উপন্যাস। এটি একটি আত্মজীবনীমূলক উপন্যাস যেখানে লেখক সমাজকে বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে দেখেছেন। শ্রীকান্ত গল্পের নায়ক; তার ভবঘুরে জীবনের শেষ অধ্যায়ে এসে তার অনেক কথা আজ মনে পরে। তার ছেলেবেলার কথা; কৈশোরের কথা; যৌবনের কথা। এই উপন্যাসে তিনিএকে একে তার জীবনের বহু ঘটনা উল্লেখ করে. অন্নদাদিদি ছিল তার ছোটবেলার আদর্শ; অভয়া ছিল তার যৌবনে দেখা এক বিদ্রোহী প্রতিফলন; সন্ন্যাসী জীবনের দিন এবং তারপর তার ভবঘুরে জীবনের পিয়ারী বাইজি; সবই তার জীবনকে সমৃদ্ধ করে. চারটি অধ্যায়ে লেখা এই উপন্যাসটি পড়েছেন প্রখ্যাত অভিনেতা অনির্বান ভট্টাচার্য। তার কণ্ঠে শ্রীকান্ত এক নতুন রূপ পেয়েছে; এই অডিওবুক-এ.
Medium: Audio Books
Bildformat:
Studio: Storyside IN
Erscheinungsdatum: